

দামুড়হুদায় যুবলীগনেতা মুতুড়ে হাবিব ইয়াবা সহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১১ পিএম, ২৪ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:৩২ পিএম, ১১ আগস্ট,সোমবার,২০২৫

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা শহর থেকে যুবলীগ নেতা হাবিবুর রহমান ওরফে মুতুড়ে হাবিব (৩৮) কে ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। সে দামুড়হুদা উপজেলা সদরের দশমী পাড়ার আশরাফুল আলম বকুলের ছেলে।
গতকাল সোমবার (২৩ মে) রাতে তাকে ইয়াবা সহ গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানাগেছে, যুবলীগ নেতা হাবিবুর রহমান ওরফে মুতুড়ে হাবিব ইয়াবা বিক্রির উদ্দেশ্যে দামুড়হুদা উপজেলা শহরের বাসষ্ট্যান্ডস্থ রুবেলের মোটরসাইকেল গ্যারেজের সামনে ঘোরাঘুরি করছিলো। এসময় সময় গোপন সংবাদের সূত্রে দামুড়হুদা মডেল থানার এসআই মারজান আল মোনায়েম সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশী ৬০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ওই রাতেই এসআই মারজান আল মোনায়েম বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করেন।
আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হবে বলেও জানা গেছে।
দামুড়হুদা মডেল থানার (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, সে দীর্ঘদিন যাবত সু-কৌশলে মাদক ব্যবসা করে আসছিলো। আমরা তাকে হাতে নাতে ধরার অপেক্ষায় ছিলাম।