

নরসিংদীতে দুই সন্তান ও স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২০ পিএম, ২২ মে,রবিবার,২০২২ | আপডেট: ০২:১১ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

নরসিংদীর বেলাবতে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্ত্রী নিহত রহিমা বেগমের স্বামী গিয়াসউদ্দিন শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পিবিআই।
আজ রবিবার সকালে বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটার পর দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
নরসিংদী পিবিআই এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, গিয়াসউদ্দিন শেখের আচরণ সন্দেহজনক থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে তাকে পিবিআই কার্যালয়ে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন।
উল্লেখ্য, রবিবার সকাল ৮টার দিকে নিহতদের বাড়ীর প্রতিবেশীরা তাদের মৃতদেহগুলো ঘরের ভিতর পড়ে থাকতে দেখে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা, সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে তদন্ত চালায়।
পিবিআই এর জিজ্ঞাসাবাদে গিয়াস উদ্দিন জানায়, প্রতিবেশীকে ঘায়েল করতেই এই হত্যাকান্ড ঘটিয়েছেন তিনি। তবে পিবিআই এর ধারণা প্রেম ঘটিত কারণেই এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে। তবে প্রকৃত ঘটনা তদন্তের পর আরও জানা যাবে।