নরসিংদীতে দুই সন্তানসহ মায়ের গলা কাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৯ এএম, ২২ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৬:৫৪ পিএম, ৮ ডিসেম্বর,সোমবার,২০২৫
নরসিংদীর বেলাবতে মা ও দুই সন্তানের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (২২ মে) সকাল ৮টার দিকে বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রহিমা বেগম (৩৬), তার ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখ (৭)। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় তাদের গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত রহিমা বেগম পেশায় একজন দর্জি ছিলেন। রহিমা বেগমের স্বামীর নাম গেসু মিয়া। তিনি পেশায় একজন রং মিস্ত্রি।
স্থানীয়রা জানায়, রোববার সকালে বিলকিস বেগম নামে এক নারী বানাতে দেয়া পোশাক নিতে যায় রহিমা বেগমের বাড়িতে। সেখানে গিয়ে দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পান। পরে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে জড়ো হয়। ঘরে ঢুকে তিনজনের মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। এরপর থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, ‘আমরা এখন ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




