উল্লাপাড়ায় নিখোঁজ হওয়ার তিন দিন পর যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫০ পিএম, ২০ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:০২ পিএম, ৫ ডিসেম্বর,শুক্রবার,২০২৫
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজ হওয়ার তিন দিন পর বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২০ মে) বিকেলে উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া রতনদিয়ার এলাকার বাজার দিয়ার বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম আলম খনকার (৪৫) তিনি উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া হরিশপুর গ্রামের মৃত আজগর খনকারের ছেলে।
স্থানীয় ও নিহতের মামা শহিদ মন্ডল ও মোক্তার মন্ডলের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার রাত ১২ টার সময় কয়ড়া আদর্শ গ্রামের মৃত মোসলেমের ছেলে রায়হান ফোন দিয়ে বাসা থেকে তাকে বের করে নিয়ে যায়। তার ফোনে নিহত আলম খন্দকার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে রাতে বাড়ি না ফেরায় তাঁর পরিবারের লোকজন বিভিন্ন স্বজনের বাড়িতে দুই তিন দিন ধরে খোঁজাখুঁজি করেন। তবে তাকে আর পাওয়া যায় না। আলম খনকারের মুঠোফোনটিও বন্ধ ছিল। পরে আজ শুক্রবার সকালে উল্লাপাড়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার বিকেলে কয়ড়া রতনদিয়ার এলাকার বাজার দিয়ার বিলে স্থানীয়রা তার লাশ দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বিলে লাশ দেখতে ভীড় জমায়। পরে ঘটনাস্থল থেকে নিহত আলম খন্দকারে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আলম খন্দকার পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন। বিগত ৫ থেকে ৬ বছর আগে তার স্ত্রী মারা যায়। নিহত আলম খনকাকের দুইটি ছেলে ও একটি মেয়ে আছে বলেও জানান তারা।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করিব বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মগে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।




