

পদ্মায় ডুবে যাওয়া এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৯ পিএম, ৯ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৪১ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউপির হাটখোলাপাড়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়ার একদির পর এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরী দল।
আজ সোমবার (৯ মে) বেলা আড়াইটার দিকে পাশ্ববর্তী ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে ঐ পরীক্ষার্থী মনিকা খাতুর (১৬) এর মরদেহ উদ্ধার করা হয়।
মনিকা উপজেলার মরিচা ইউপির হাটখোলাপাড়া গ্রামের মাহাবুল প্রামানিকের মেয়ে এবং জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এস,এস,সি পরীক্ষার্থী ছিল।
এলাকাবাসী জানায়, রোববার দুপুরে মনিকা ও আরো দুই বান্ধবী তাদের বাড়ি সংলগ্ন হাটখোলাপাড়া এলাকায় পদ্মা নদীতে গোসল নামে। এক পর্যায়ে মনিকা ডুবে যায়। এসয় তার বান্ধবীরা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। কিন্তু মনিকাকে খোঁজ পাওয়া যায়নি।
অবশেষে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কে খবর দিলে খুলনা থেকে ডুবুরী দল এসে সোমবার দুপুরে মনিকার মরদেহ উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।