

চট্টগ্রামে মামার বাড়িতে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫২ পিএম, ৪ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:০৪ এএম, ১৫ আগস্ট,শুক্রবার,২০২৫

ঈদের ছুটিতে চট্টগ্রাম মহানগরীতে মামার বাড়ি বেড়াতে এসে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী ছোট কালী বাড়ি এলাকায় সেমিপাকা ঘরের দেয়াল ধসে হতাহতের ঘটনা ঘটে।
নিহত রুদ্র দাশ (১২) চট্টগ্রামের রাউজান উপজেলার ছত্তারপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা সুকুমার দাশ ও প্রিয়াংকা দাশ দম্পত্তির সন্তান। দেয়াল ধসে প্রিয়াংকা দাশের বোন প্রিয়শ্রী দাশ (২২) ও তার মা লাকী দাশ (৫০) আহত হয়েছেন। তারা পটিয়া উপজেলার গুয়াতলী গ্রামের স্থায়ী বাসিন্দা।
নগরীর আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) সাকের আহমেদ বলেন, রাতে ছোট কালী বাড়ির মুখে বড়দা বিশ্বাস রোডের প্রবাসী শ্যামল দাশের ঘরের দেয়াল ধসে পড়লে রুদ্র দাশ মারা যায়। দেয়াল ধসের সময় রুদ্র দাশের মা প্রিয়াংকা দাশ ওই ঘরে থাকলেও আহত হননি। এ ঘটনায় আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আকবর শাহ থানার এসআই টিটু জানান, রুদ্র তার মায়ের সঙ্গে ঈদের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। ওই সেমিপাকা ঘরটি অনেক পুরাতন ছিল, যেটি ধসে এই দুর্ঘটনা ঘটে।