

সালথায় বজ্রপাতে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৬ পিএম, ৪ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০১:২৯ এএম, ১৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

ফরিদপুরের সালথায় বজ্রপাতে এক যুবক ও একটি গাভীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে আজ বুধবার ভোর ৬টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
নিহত আব্দুল রাকিব (২৩) উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের ছিরু মাতুব্বরের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের ছিরু মাতুব্বরের ছেলে আব্দুল রাকিব বাড়ির উঠানে গরু বাঁধা ছিল হঠাৎ বৃষ্টি শুরু হলে গরু গোয়াল ঘরে উঠাতে গেলে বজ্রপাতে রাকিব ও গরুটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই উভয়েরই মর্মান্তিক মৃত্যু হয়। তাদের পরিবারে চলছে শোকের মাতম।