

ফেনীতে পত্রিকা হকারদের ঈদ উপহার দিল ফেনী রিপোর্টার্স ইউনিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৫ পিএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:০৮ এএম, ৮ জুলাই,মঙ্গলবার,২০২৫

ফেনীতে কর্মরত পত্রিকা বিপনন কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ফেনী রিপোর্টার্স ইউনিটি।
আজ মঙ্গলবার দুপুরের দিকে ফেনীর অফিসার্স ক্লাব কম্পাউন্ডে সংগঠনটির প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়েছে। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোমেনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা, ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবির শামীম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডাক্তার সাহেদুল ইসলাম কাওসার, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও এনটিভি প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল, সাবেক সভাপতি ও বাসস প্রতিনিধি আরিফুল আমিন রিজভী, সাবেক সভাপতি ও একাত্তর টিভি প্রতিনিধি জহিরুল হক মিলু, ইউনিটির সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা প্রতিনিধি দিদারুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ও স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, আলী হায়দার মানিক, জহিরুল হক মিলন প্রমুখ।
সংগঠনের কোষাধ্যক্ষ ও জাগো নিউজ প্রতিনিধি নুর উল্লাহ কায়সার দি ফাইনাল শিয়ালএকপেস, দিনকাল, আজকের বিজনেসবাংলাদেশ।
মফিজূর রহমান জানান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সদস্যদের ব্যক্তিগত অর্থায়নে জেলায় কর্মরত অর্ধশতাধিক সংবাদপত্র হকারদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে লাচ্ছি সেমাই ও বাংলা সেমাই, চিনি, দুধ, নুডুলস, সেমাইর মসলা ও ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।