

সোনাগাজীর তালিকাভুক্ত ডাকাত যুবলীগ নেতা বাবুল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৬ পিএম, ২৫ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০২:১১ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ফেনীর সোনাগাজীর তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য যুবলীগ নেতা নুর ইসলাম বাবুলকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
সে উপজেলার চরবেশ ইউনিয়নের উত্তর চর সাহাভিকারি গ্রামের ৫নং ওয়ার্ডের বজলুর রহমান বজুর ছেলে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালেদ হোসেন বলেন, রোববার রাতে বিদেশ যাওয়ার সময় বাবুলকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ কয়েকটি মামলায় পরোয়ানা রয়েছে।
এর আগে ২০২০ সালে একটি একনালা বন্দুকসহ তাকে গ্রেপ্তার করেছিল ফেনী গোয়েন্দা পুলিশ।