

মানিকগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪২ পিএম, ২১ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:০৩ এএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

মানিকগঞ্জের সিংগাইরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন র্যাবের ২ সদস্য।
গতকাল বুধবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি এলাকার আলম মার্ডার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তি ডাকাত দলের সর্দার কাওসার হোসেন।
তিনি আরও জানান, দুইপক্ষের গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে একজন ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে র্যাব সদর দপ্তরের ফরেনসিক টিম কাজ করছে।