

গুরুদাসপুরে অজ্ঞাত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৮ পিএম, ১৭ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ১১:০২ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

নাটোরের গুরুদাসপুরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
গতকাল শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার উদবারিয়া দাখিল মাদরাসায় ওই মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মতিন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত পরিচয়ের মরদেহটির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। তাছারাও মূল ঘটনা তদন্তের পরে জানা যাবে।