

না’গঞ্জের বন্দরে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৬ পিএম, ১৩ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ১১:৩৯ এএম, ১৬ আগস্ট,শনিবার,২০২৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৫৮ বছর বয়সী এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার এ ঘটনায় ভুক্তভোগী নিজে থানায় মামলা দায়ের করেছেন।
গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে বন্দরের লাঙ্গলবন্দ যোগীপাড়া এলাকায় কবির হোসেন (৩৩) নামে এক যুবক বিধবা ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগে বলা হয়।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আলম জানান, মঙ্গলবার রাতে বন্দরের লাঙ্গলবন্দ যোগীপাড়া এলাকার মৃত মতি মিয়ার ছেলে কবির হোসেন লাঙ্গলবন্দ ডাকবাংলো সংলগ্ন দেলোয়ার হোসেনের দোকানের পাশে নিয়ে ভিকটিম বিধবাকে ধর্ষণ করেন।
এ ব্যাপারে ধর্ষণের শিকার বিধবা নারী মামলা দায়ের করেছেন। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।