

চট্টগ্রামে কন্টেইনারবাহী লরি চাপায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০১ পিএম, ৯ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৫০ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

চট্টগ্রাম মহানগরীর সিইপিজেড সংলগ্ন প্রধান সড়কে কন্টেইনারবাহী লরি চাপায় দুইজন নিহত হয়েছে।
আজ শনিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহতদের পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই দুর্ঘঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গেছে। কিভাবে দুর্ঘটনা ঘটেছে এখনো এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করেছে।