

দিরাই কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সহ ১৮ জনের বিরুদ্ধে শিক্ষকের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৮ পিএম, ৫ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:২৫ এএম, ২২ আগস্ট,শুক্রবার,২০২৫

সুনামগঞ্জের দিরাই সরকারি ডিগ্রি কলেজের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক পারভেজ রহমানের ওপর হামলার ঘটনায় শিক্ষক বাদী হয়ে নিজ ছাত্র এবং দিরাই কলেজ ছাত্র লীগের আহ্বায়ক মারুফ আহমদ জয় সহ ১৮ জনকে আসামী করে ৪ এপ্রিল দিরাই থানায় অভিযোগ দায়ের করেছেন। দিরাই কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ সহ ৮ জন রয়েছেন স্বাক্ষী হিসেবে।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ২ এপ্রিল দিরাই সরকারী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কাে বিতরণী অনুষ্ঠান চলছিল। পূর্ব পরিকল্পনা মোতাবেক আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কায়দায় আমার প্রাণনাসের উদ্দেশ্যে হামলা করে চেয়ার টেবিল ও পুরস্কক্র সামগ্রী ভাংচুর করে। তাতে আমি প্রতিবাদ করলে আমাকে প্রানে মারার জন্য বিবাদী মেহেদী হাসান রাজিব আমাকে হত্যার উদ্দেশ্য আমার গলায় চাপ ও টিপ দিয়া ফোলা জখম করে। অনান্য বিবাদীরা আমার উপর আক্রমন করে। আমাকে বিবাদী গণের কবল হইতে উদ্ধার করতে দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী সহ কলেজের শিক্ষকরা এগিয়ে এলে মারুফ আহমদ জয় তার হাতে থাকা দাঁড়ালো ছুরা আমার গলার কাছে ধরিয়া মৃত্যুর ভয় দেখায়। এসময় আমার পকেট হইতে ২ হাহকর ৬শত টাকা নিয়ে যায়। অনুষ্ঠানে হামলা করে তরা ৩০ হাজার ক্ষতি করেছে।
আসামীরা হলেন, মেহেদী হাসান রাজিব, মারুফ আহমেদ জয়, শাওন মিয়া, কয়েছ মিয়া, আশিকুর, লিকসন মিয়া, সজীব মিয়া, মাহমুদ রানা, ইফতি আহমেদ, জুবায়ের খান, সানোয়ার চৌধুরী, হাবিব চৌধুরী, বুলবুল চৌধুরী, নাজিম উদ্দিন, জাহিদুল, আব্দুল্লাহ, সালমান, সারুফ আহমেদ প্রমূখ।
দিরাই থানার ওসি সাইফুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে দিরাই থানায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং ৪ তারিখ ৪ এপ্রিল ২০২২।