

টাঙ্গাইলে শাল-গজারি গাছসহ ট্রাক জব্দ করেছে বনবিভাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৪ পিএম, ২৪ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৩৬ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

টাঙ্গাইলের সখিপুরে শাল-গজারি ১শত পিচ গাছসহ একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-২৭৬৩) জব্দ করেছে বনবিভাগ। সংরক্ষিত বনাঞ্চলের জব্দকৃত গাছের মূল্য প্রায় ৫লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শোলাপ্রতিমা এলাকা থেকে আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোরে বনবিভাগের লোকজন ট্রাকটি জব্দ করেছে।
বহেড়াতলী রেঞ্জ অফিসার এএইচএম এরশাদ হোসেন বলেন, জব্দকৃত গাছগুলো উপজেলার নিশ্চিন্ত পুর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৫২) এবং লাঙ্গুলিয়া এলাকার আবু সামার ছেলে আল-আমিনের। ট্রাকসহ গাছগুলো উদ্ধার করা সম্ভব হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
টাঙ্গাইল সদর রেঞ্জ অফিসার এমরান হোসেন বলেন, শাল-গজারি গাছ সহ ট্রাকটি জব্দ করে ডিভিশন অফিসে নিয়ে আসা হয়েছে এবং নিয়মিত মামলা দায়ের করা হবে।
উল্লেখ্য, টাঙ্গাইলে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাজ্জাদুজ্জামান যোগদান করার পর শাল-গজারি কাঠসহ ৫টি ট্রাক জব্দ করে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।