

তারাকান্দায় পানির গর্তে পড়ে দুই বোনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৮ পিএম, ১৫ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:৪২ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

ময়মনসিংহের তারাকান্দায় টিউবওয়েলের পানি ফেলার গর্তে পড়ে রৌজা মনি (২) ও সানজিদা আক্তার রাইসা (৩) নামে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত রৌজা মনি কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামের খাদেমুল হকের মেয়ে এবং সানজিদা আক্তার রাইসা খাদেমুল হকের চাচাতো ভাই রুবেল মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে খেলা করছিল রৌজামনি ও সানজিদা আক্তার রাইসা। খেলার একপর্যায়ে দুজনে গর্তে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এর একপর্যায়ে বাড়ির নিকটবর্তী টিউবওয়েলের পানি ফেলার গর্ত থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়।
তারাকান্দা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি মর্মান্তিক। পরিবারের কোন দাবি না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরাদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।