

কুষ্টিয়ায় গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরলো আবিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৬ পিএম, ১৫ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৪৭ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

কুষ্টিয়ার ভেড়ামারা মধ্যবাজারের বাসিন্দা, দৌলতপুর যুব উন্নয়নে কর্মরত ওহিদুল ইসলাম'র ছেলে ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আবিদ জিকে ক্যানালের পানিতে গোসল করতে গিয়ে ডুবে মৃত্যু বরণ করেন।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকালে চাঁদগ্রাম ইউপি কার্যালয়ের সামনে জিকে ক্যানেলে এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা আবিদ'র লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।