

নোয়াখালীতে ১৬ বছর পর যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩২ পিএম, ১১ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:০৭ পিএম, ৩০ জুন,সোমবার,২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জে ১৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি এবং ৯ বছর পর হত্যা মামলার পলাতক আরেক আসামিকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলো বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের হরিবল্লভপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. মাহফুজ (৫০) এবং এনায়েত নগর গ্রামের নুরুল আমিন মাস্টারের ছেলে মো.বাহার (৩৫)।
আজ শুক্রবার (১১ মার্চ) নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানার ওসি জাহেদুল হক রনির নের্তৃত্বে পুলিশের একটি দল গাজীপুর মহানগরীর গাছা থানার চান্দুরা এলাকা থেকে তাদেরকে আটক করে।
আটক মাহফুজ ২০০৬ সালের একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সে সাজা ঘোষণার পর দীর্ঘ ১৬ বছর পলাতক ছিলো। অপর গ্রেপ্তার হওয়া ব্যাক্তি বাহার দু'টি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে দীর্ঘ ৯ বছর যাবত পলাতক ছিলো। আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।