

ঈশ্বরগঞ্জে দুই ভাগনিকে খুন করার অপরাধে মামার বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৭ পিএম, ৮ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:০৮ পিএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আপন দুই ভাগনিকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত মাহাবুব ( ২৪) এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে অভিযুক্ত মাহাবুবের দুলাভাই ও নিহত শিশু তৃপ্তিমনির পিতা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
আজ মঙ্গলবার দূপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, 'দু'জন শিশু হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মাহাবুবের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা হয়েছে। এ ছাড়াও হত্যার কারণ এবং এর পেছনে কোন ইন্দোনদাতা আছে কিনা এই বিষয়ে তদন্ত চলছে'।
উল্লেখ্য, ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের কাজিরবলসা গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে মামার হাতে খুন হয় দুই শিশু। ঘরে ডেকে এনে আপন দুই ভাগনিকে গলা কেটে হত্যা করে তাদের মামা মাহাবুব। সোমবার (৭ মার্চ) বেলা ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মাহাবুব ওই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে স্থানীয় মসজিদে আশ্রয় নেন মাহাবুব। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।