

কলারোয়ায় স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত, স্বামী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৯ পিএম, ৮ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:১৩ এএম, ১৭ আগস্ট,রবিবার,২০২৫

কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবসে স্বামীর দায়ের কোপে স্ত্রী খুন হয়েছেন। স্ত্রী হন্তারক স্বামী আব্দুল আলিম (৩৮) পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ তাকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ১০ টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের শাহাজুল ইসলামের ছেলে আব্দুল আলিম সাংসারিক অশান্তিতে রাগান্বিত হয়ে স্ত্রী নাজমা খাতুনের গলায় ধারালো দায়ের কোপ মেরে মাথা বিচ্ছিন্ন করে দেয়। স্ত্রীর মৃত্যু বুঝতে পেরে খুনি স্বামী আব্দুল আলিম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কাজীরহাট বাজারে পুলিশের হাতে সে আটক হয়।
এ রিপোর্ট লেখার সময়, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, খুনিকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে তথ্যের ভিত্তিতে মামলা দায়েরের পর আপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, নিহত মহিলার প্রথম পক্ষের ২ ছেলে ও দ্বিতীয় পক্ষের খুনি স্বামীর ১ কন্যা সন্তান রয়েছে।