

চট্টগ্রামের ইপিজেডের গার্মেন্টসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৫ পিএম, ৪ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:৪৭ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

চট্টগ্রামের ইপিজেড থানায় একটি গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। ব্যারিস্টার সুলতানা আহমেদ চৌধুরী কলেজ এলাকায় মোশন কমপ্লেক্সের পঞ্চম তলায় সাজ ফ্যাশন লিমিটেডে আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, `আমাদের আগ্রাবাদ, বন্দর, কেইপিজেড ও ইপিজেড স্টেশনের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।'