

মানিকগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৪ পিএম, ৩ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:১৪ এএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল এলাকায় গণপিটুনিতে দুই ডাকাত নিহতের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) ভোররাতে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় এই ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার হাটিপাড়ার বনপারিল এলাকায় সাবেক মেম্বার ইউসুফ আলীর বাড়িতে ডাকাতি করে চলে গেলে বিষয়টি স্থানীয় বর্তমান মেম্বারকে জানায়। পরে ডাকাতির বিষয়ে মসজিদের মাইকের মাধ্যমে স্থানীয়দের সতর্ক করা হলে তিন ডাকাত স্থানীয়দের হাতে ধরা পড়ে।
এসময় স্থানীয়রা তাদের গণপিটুনি দেয়। এতে দুই ডাকাত নিহত হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।