

ফেনীর পরশুরামে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে স্বামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪০ পিএম, ২ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৩৮ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ফেনীর পরশুরামে যৌতুকের দাবিতে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে স্বামী মহসিনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে সাহেবনগর থেকে অভিযান চালিয়ে হোসেনকে গ্রেপ্তার করা হয়।এই ঘটনায় অন্তঃসত্ত্বা স্ত্রী সাজু আক্তার আমি মহসিন, দেবর জনশূ, ভাসুর মনসুর, শাশুড়ির নূর হাবা সহ ৫ জনের নামে একটি থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায় গত বছরের অক্টোবর একই উপজেলার সাহেবনগর এর শাহাবুদ্দিনের ছেলে মহসিন এর সাথে বিয়ে হয় পূর্ব অলকা গ্রামের গ্রামের আব্দুল করিমের মেয়ে সাজু আক্তারের। বিয়ের পর থেকেই নানাভাবে ৫ লক্ষ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে মহাসিন ও তার পরিবার। মেয়ের শান্তির কথা চিন্তা করে পরিবার তিন লক্ষ টাকা মহসিনকে প্রদান করে। এতেও ক্ষান্ত না হয়ে মহসিন এর পরিবার বাকি দুই লক্ষ টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন চালানো অব্যাহত রাখে সাজুর উপর। গত ১৮ জানুয়ারি যৌতুকের দাবিতে শারীরিক মানসিক নির্যাতনের এক পর্যায়ে সাজুকে হত্যার চেষ্টা করে তার স্বামী ও পরিবার। আশ পাশের প্রতিবেশী সহযোগিতায় উদ্ধার পেয়ে সাজু পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ হোসেন মহসিনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। মফিজূর রহমান ফেনী।