

ফরিদগঞ্জে ১ হাজার ৫০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০০ পিএম, ২ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:১৬ পিএম, ৩ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

চাঁদপুরের ফরিদগঞ্জে ১ হাজার ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ চাঁদপুরের ফরিদগঞ্জে শরীফ হাওলাদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (১ মার্চ) রাতে পৌরসভার ভাটিয়ালপুর এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়েছে।
থানা পুলিশ জানায়, গোপন সুত্রে খবর পেয়ে ওসি শহীদ হোসেনের নির্দেশে থানার এস আই নুরুল ইসলাম সহ সংগীয় ফোর্স পূর্ব থেকে ওৎ পেতে থেকে সুকৌশলে মাদক সহ শরীফ হাওলাদারকে আটক করতে সক্ষম হয়। উপজেলা দক্ষিন গোবিন্দপুর ইউনিয়নে হরিপুর গ্রামের নাছির হাওলাদারের ছেলে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। তাকে আটকের জন্য পুলিশ দীর্ঘদিন চেষ্টা করে অবশেষে গতকাল রাতে ১ হাজার ৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
এর আগেও গত ২৮ জানুয়ারী শরিফ হাওলাদার ৪ কেজি গাঁজা সহ আটকের পর আইনের ফাঁক গলিয়ে শরীফ জামিনে ছাড়া পেয়ে আবার পূর্বের ন্যায় মাদকের ব্যবসা শুরু করে।
ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন জানায়, মাদকের ব্যবসা করার অভিযোগে একাধিক মামলার আসামী শরীফ হাওলাদারতে ১ হাজার ৫০ পিচ ই্য়াবা সহ আটকের পর তার বিরুদ্ধে মাদক আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।