

পাঁচবিবিতে র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৪৪ পিএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের অভিযানে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আব্দুল কুদ্দুস (৫৭) নামে এক মাদক কারবারী কে আটক করেন।
গতকাল মঙ্গলবার (১ মার্চ) রাতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা উপজেলার পূর্ব কড়িয়া গ্রামে মৃত আতিয়ার মন্ডলের ছেলে।
র্যাব জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকার মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বিকার করেছেন।
এ ব্যাপারে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে।