

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩০ পিএম, ২৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১১:৪২ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ফরিদপুর সদর উপজেলপার বিলমামুদপুর ভাওরচক অবস্থিত ব্রীজ সংলগ্ন ট্রেনে কাটা পড়ে রহিমা বেগম নামক এক মহিলার মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত মহিলার বয়স আনুমানিক ৪৮ বছর।
আজ রবিবার সকাল সাতটা দশ মিনিটে দিকে ২৭নং বিলমামুদপুর, ব্যাপারীডাঙ্গী, ভাওরচক ব্রীজের পাশে এ ঘটনা ঘটে।
রাজবাড়ি জেলা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি কর্মকর্তা মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদপুর সদর চর কমলাপুর নিবাসী রফিকুল ইসলামের স্ত্রী। তিনি মানসিক রোগী ছিলেন বলে জানান। রাজবাড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু হয়, ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ মর্গে পাঠানো হয়েছে।