

ফেনীতে পুলিশ সদস্যের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৯ পিএম, ২২ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:১৭ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ফেনী সদর থানায় কর্মরত গাড়ী চালক সৌরভ কান্তি সিংহ আজ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
চট্টগ্রামের জোরালগঞ্জ থানার রতন কান্তি সিংহের ছেলে। তিনি ফেনী শহরের বাঁশপাড়া কোয়াটারে মল্লিক ভবনের সপ্তম তলায় শ্বশুড়ের বাসায় থাকাকালীন অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। শ্বশুড় বাড়ির লোকজন চিকিৎসার জন্য ফেনী থানায় নিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে থানা পুলিশ চিকিৎসার জন্য হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত ডাক্তার সৌরভ কান্তি কে মৃত ঘোষণা করেন।
সৌরভ কান্তির মৃত্যুতে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।