

সোনারগাঁয়ে ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৯ পিএম, ১৭ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৪৪ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তালতলা এলাকায় ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল আফাজ উদ্দিন নিহত। নিহত কনস্টেবল আফাজ উদ্দিন তালতলা পুলিশ ফাড়িতে কর্মরত ছিল।
আজ বৃহস্পতিবার ভোর রাতে এশিয়ান হাইওয়েতে দায়িত্ব পালন করার সময় একটি অজ্ঞাত ট্রাক চাপায় সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসোতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, রাতে দায়িত্ব পালন কারার সময় অজ্ঞাত ট্রাক চাপায় আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘাতক চালক ও ট্রাকটি সনাক্ত করে আটকের চেস্টা করছে পুলিশ।