

ঠাকুরগাঁওয়ে মাটির ঘরের দেয়াল চাপায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৪ পিএম, ১৪ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৪:০৪ পিএম, ২৩ আগস্ট,শনিবার,২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়নে নিজ বাড়িতে মাটির দেয়াল চাপা পড়ে বিপুল বর্মন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে মাটির ঘরের দেয়াল ভাঙ্গার সময় এ ঘটনা ঘটে।
বিপুল বর্মন সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজি মাটিগাড়া গ্রামের কালীচরন বর্মনের বড় ছেলে।
পরিবার সূত্রে জানাযায়, পাকা বাড়ি নির্মাণের জন্য মাটির ঘরের দেয়াল ভাংছিলেন বিপুল ও তার বাবা কালিচরন। দেয়াল ভাঙ্গার একপর্যায়ে মাটির দেয়ালে চাপা পড়ে যান বিপুল বর্মন। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গড়েয়া ইউপি চেয়ারম্যান রইছ উদ্দিন সাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।