'প্রেমের সুষম বণ্টন চাই'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৫ এএম, ১৪ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০২:৪৮ পিএম, ৮ ডিসেম্বর,সোমবার,২০২৫
আজ ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন দিবস যাকে অন্যভাবে সেইন্ট ভ্যালেন্টাইন্স উৎসব ও বলা হয়, একটি বার্ষিক উৎসবের দিন যা ভালবাসা এবং অনুরাগের মধ্যে দিয়ে উদযাপিত হয়। সেই ভালবাসা দিবসে কেউ মেতে আছেন গভীর প্রেমে আবার কেউ বিরহে আবার কেউ বঞ্চিত সকল অনুভূতি থেকে। সেই প্রেক্ষাপট থেকে 'কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না, প্রেমের সুষম বণ্টন চাই' এমন সব অদ্ভুত স্লোগান দিয়ে প্রেমের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ করেছে 'প্রেমবঞ্চিত সংঘ'।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে তাদের বিক্ষোভ শুরু হয়।
সেখান থেকে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে তারা সেখানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
সেখানে প্রেমবঞ্চিত সংঘের নতুন কমিটির সাধারণ সম্পাদক ইহতাসানুল হক ইবনুর বলেন, 'আমরা প্রেমের বিরোধী নই, আমরা প্রেমের সুষম বণ্টন চাই। প্রেমের নামে যারা ভণ্ডামি করে, একসঙ্গে একাধিক প্রেম করে, আমরা এর বিরোধী। আমরা মনে করি, প্রতিটি মানুষের জীবনে প্রেম-ভালোবাসা দরকার। প্রেম ভালোবাসা না থাকায় থাকায় অনেকেই হতাশায় ভুগছে। এই হতাশার কারণে অনেকেই আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমরা এসব বিষয়ের প্রতিকার চাই।'
তিনি আরও বলেন, আগামীদের সকলের হতাশা দূর করতে ও সকলের মাঝে শান্তির বার্তা পৌছিয়ে দেয়ার জন্য হলেও প্রেম বা ভালবাসার সুষম বণ্টনের দাবি করছি।




