

ফরিদগঞ্জে নদীতে ভাসমান অবস্থায় এক যুবতীর গলিত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৭ পিএম, ১১ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:৩০ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

চাঁদপুরের ফরিদগঞ্জে ভাসমান অবস্থায় এক যুবতীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে প্রবাহিত ডাকাতিয়া নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গরুর খাবার হিসেবে নদী থেকে কচুরিপানা কেটে আনতে গিয়ে এক যুবতীর গলিত লাশ দেখতে পায় এলাকার লোকজন। এ খবর শুনে ঘটনাস্থলে উৎসুক জনতার ঢল নামে। নদীতে লাশ ভেসে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। তবে গতকাল বৃহস্পতিবার রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই লাশের কোন পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মেয়েটির পরনে সাদা সেলোয়ার, টিয়ে কালার কামিজের উপর সাদা ফোটা ফোটা জামা এবং খয়েরী রং এর সোয়েটার পড়া ছিল।
স্থানীয়রা ধারনা করছে ৮/১০ দিন আগে হয়তোবা কোন দুর্বৃত্ত ওই যুবতীকে হত্যা করে ডাকাতিয়া নদীতে ফেলে যায়।
ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন জানায়, নদী থেকে উদ্ধার হওয়া গলিত লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।