

বাঁশখালীতে আগুনে পুড়ে ঘুমন্ত দুই ভাই-বোনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০০ পিএম, ৮ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:১৮ এএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে দুই ভাই-বোন।
গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনায় এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই-বোন হলো- মোহাম্মদ মিনহাজ (১২) ও তার আড়াই বছর বয়সী বোন রুহি মনি। তাদের পিতার নাম মোহাম্মদ ইদ্রিস।
স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদ ইদ্রিসের বসতঘরে আগুন লাগে। এ সময় পরিবারের অন্য সদস্যরা বের হতে পারলেও ঘুমে থাকায় বের হতে পারেনি ইদ্রিসের দুই সন্তান। দুজনই পুড়ে অঙ্গার হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসার আগেই আগুনে পুড়ে যায় ইদ্রিসের ঘরটি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, আগুনে দুই শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।।