

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ আরও এক জেলের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৯ পিএম, ৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০২:৪০ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ইয়াকুব আলী বাওয়ালী নামের নিখোঁজ আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবনের দুবলার চরের ২৫ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের নীলা বয়া এলাকায় জেলেদের জালে উঠে আসে ইয়াকুবের মরদেহ। তবে এই মরদেহ উদ্ধারের বিষয়ে কোন তথ্য নেই বন বিভাগের কাছে। এইনিয়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ৩ জেলের মরদেহ উদ্ধার করল জেলেরা। নিহত ইয়াকুব আলী বাওয়ালী কচুয়া উপজেলার বগা গ্রামের মৃত সোনাম উদ্দিনের ছেলে।
নিহত ইয়াকুবের ভাইয়ের ছেলে ফিশিং ট্রলার মালিক ইব্রাহিম আমানি বলেন, রবিবার রাতে দুবলার চরের ২৫ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের নীলা বয়া এলাকায় মাছ ধরছিল জেলেরা। এসময় জেলেদের জালে ইয়াকুব আলীর মরদেহ উঠে আসে। এমন মৃত্যু সত্যিই দুঃখ জনক যা আমাদের খুব কষ্ট দিচ্ছে।
গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ আহরণে নিয়োজিত ১৮ ট্রলার ডুবে যায়। এখন পর্যন্ত অন্তত পাচ জেলে নিখোজ রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।