

মেহেরপুরে ১০ বোমাসহ বাবা-ছেলে আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৪ পিএম, ৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৭:১০ এএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

মেহেরপুরের গাংনীর হিজলবড়িয়া গ্রামে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের দুই দিন পর এক ব্যক্তি ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- ওই গ্রামের সাহারুল ইসলাম ওরফে জাব্বারুল ইসলাম (৪৫) ও তার ছেলে সোহেল রানা (২৩)।
গতকাল রবিবার রাতে গাংনী থানা পুলিশের একটি দল পৃথক দুটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আব্দুর রাজ্জাক জানান, গত শনিবার রাতে গাংনীর হিজলবড়িয়া গ্রামের জাব্বারুলের বাড়িতে অভিযান চালায় গাংনী থানা পুলিশের একটি দল। পুলিশের অভিযান টের পেয়ে বাড়ির মালিক আব্দুল জব্বার ও তার ছেলে সোহেল রানা পালিয়ে যান। আব্দুল জব্বার পেশায় গাছী (খেঁজুর গাছ থেকে রস সংগ্রহকারী)। পাশাপাশি তিনি গোপনে বোমা তৈরি করে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতেন। আটক সাহারুল ইসলাম ওরফে জাব্বারুল ইসলাম ও তার ছেলে সোহেল রানাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি দল জাব্বারুল ইসলাম বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ জব্বারুলের শয়নকক্ষের বাক্সের মধ্যে মাটির হাড়ি ও প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে ১০টি বোমা উদ্ধার করে। এছাড়াও বোমা তৈরির সরঞ্জাম, গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরে বিস্ফোরক দ্রব্য উৎপাদন ও দখলে রাখার অপরাধে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়।