

কুষ্টিয়ায় ১৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী সহ আটক- ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৫ পিএম, ৫ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১১:৪৩ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

কুষ্টিয়ায় ১৮৫ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (৪ ফেব্রুয়ারি) আনুমানিক রাত সাড়ে ৮ টার সময় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খানের নেতৃত্বে র্যাবের একটি চৌকষ অভিযানিক টিম কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন নোয়াপাড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮৫ বোতল ফেনসিডিল, ৫ টি মোবাইল সেট, ৭ টি সিমকার্ড ও নগদ-৬৯৫০/- (ছয় হাজার নয়শত পঞ্চাশ) টাকা সহ কুষ্টিয়া সদর থানাধীন কালিশংকরপুর এলাকার মৃত শফির ছেলে আলম (৪৯), আলমের স্ত্রী জাহানারা (৪৫) ও কুষ্টিয়া দৌলতপুর থানাধীন পূর্ব মহিষকুন্ডি এলাকার জয়নাল আবেদীনের ছেলে এরশাদ আলী (৩২) কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের'কে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।