

শেরপুরে কার্টনে মোড়ানো ২ নবজাতকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৬ পিএম, ২৯ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৯:২৯ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

শেরপুরের নালিতাবাড়ীতে কার্টনে মোড়ানো দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার গাগলাজানি খরাঘাট ব্রিজের নিচ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার গাগলাজানি গ্রামের জেলে মুকুল হোসেন সকালে স্থানীয় খরাঘাট ব্রিজের নিচে মাছ ধরছিলেন। এসময় তার জালে ভারী কিছু অনুভূত হয়। তিনি তাৎক্ষণিক জাল তুললে কার্টনে মোড়ানো নবজাতক দুটির মরদেহ দেখতে পান। এসময় শিশু দুটিকে দেখতে ভিড় জমান গ্রামবাসী। এতে এলাকায় যানজটের সৃষ্টি হয়।
এমন পরিস্থিতি স্থানীয় মোশারফ হোসেন নামের এক ব্যক্তি বিষয়টি নালিতাবাড়ী থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের মরদেহ দুটি উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, কে বা কারা মরদেহ দুটি ফেলে গেছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার গভীর রাতে কেউ নবজাতকের লাশ দুটি নদীতে ফেলেন। মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে হয়েছে।
বর্তমানে ময়নাতদন্তের জন্য লাশগুলো শেরপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।