

পূর্ব শত্রুতার জেরে কুমারখালীতে দশম শ্রেণির ছাত্র খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৭ পিএম, ২৭ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৩৭ এএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে দশম শ্রেণির ছাত্রকে খুন করেছে শিলাইদহের কোমরকান্দি গ্রামের দিলবরের দুই ছেলে কাঠ মিস্ত্রি বাবু ও মিজান।
গতকাল বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর বাজারে প্রকাশ্যে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত ছাত্র শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের হোসেন আলী প্রামানিকের ছেলে দিদার হোসেন (১৭)। সে খোরশেদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী নিহতের মামাত ভাই ফারুক হোসেন জানান, গতকাল সন্ধ্যার দিকে খোরশেদপুর বাজারে সে ও দিদার পৌঁছালে সেখানে কাঠ মিস্ত্রী বাবু ও মিজানের সাথে বাকবিতণ্ডা হয়। এসময় মিজান কাঠ কাটা বাটাল দিয়ে দিদারের বুকে আঘাত করল সে ঘটনাস্থলেই মারা যায়। তিনি আরো জানান গত এক মাস পূর্বে দিদারের মামাতো ভাই মোস্তাফিজ চাকরি থেকে ছুটিতে কুমারখালী গ্রামের বাড়িতে আসলে হত্যাকারী মিজান ও বাবুর সাথে তার গন্ডগোল হয়। এ ঘটনায় দুই ভাই মোস্তাফিজকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করলে সে মারাত্মক আহত অবস্থায় দীর্ঘদিন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেসময় মারপিটের ঘটনায় বাবু ও মিজানের বিরুদ্ধে মামলা হয়।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আকিবুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে দশম শ্রেণির এক ছাত্রকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।