

নারায়ণগঞ্জে চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৩ পিএম, ২৪ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৯:৪৩ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

করোনা সংক্রমন রোধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীরা জানায়, অনার্স ৪র্থ বর্ষের এ পরীক্ষা ২০২০ সালে হওয়ার কথা ছিল যা গত বছর শুরু হয়। এবার পরীক্ষা চলমান অবস্থায়ই সরকার আমাদের পরীক্ষা স্থগিত করেছে।
তারা দাবী করে বলেন, আমাদের পরীক্ষাগুলো নির্দিষ্ট সময়ে নেয়া হোক। অথবা আগের ফলাফল দিয়েই মূল্যায়ন করা হোক। আমরা আর সেশন জটে পড়তে চাই না। নয়ত স্বাস্থবিধি মেনে আমাদের পরীক্ষা নেয়া হোক।