

নীলফামারীতে শীতে কাহিল জনজীবন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৩ পিএম, ৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:২৪ এএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

উত্তরের জেলা নীলফামারীতে শীতের তীব্রতা বেড়েছে। গত দু’দিন ধরে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার সাথে শুরু হয়েছে মৃদু শৈত্য প্রবাহ। দুপুর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে পথ-ঘাট। এতে করে কাহিল হয়ে পড়েছে খেটে খাওয়া অসহায় মানুষ। তারা খড়কুটে জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
নীলফামারী ডিমলা আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের সূত্র মতে মঙ্গলবার ডিমলা উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গরম কাপড় সংগ্রহে নিম্ন আয়ের মানুষরা পৌরসভা মাঠের পুরানো কাপড়ের বাজারে ভীড় করছেন।
এদিকে শীতের তীব্রতার কারণে শীতজনিত রোগের প্রার্দুভাব বেড়েছে। নীলফামারী আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আব্দুল আউয়াল জানান শীতজনিত রোগে সবচেয়ে বেশী আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ বয়সীরা।