

সুনামগঞ্জে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষ, নিহত- ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০১ পিএম, ২ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৮:০৩ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
আজ রবিবার (২ জানুয়ারি) সকালে আলীগঞ্জ নামক স্থানে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক আউশাকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের শুভ আহমদ (২৫) ও যাত্রী পাইলগাঁও ইউনিয়নের এরালিয়া গ্রামের আমির হোসেন (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে উপজেলার আলীগঞ্জ এলাকার রানীগঞ্জ সড়কে রানীগঞ্জগামী অটোরিকশার সঙ্গে টাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ দুইজন ঘটনাস্থলে নিহত হন।
পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।