

শিক্ষকদের পর কর্মবিরতিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৯ পিএম, ৩০ জুন,রবিবার,২০২৪ | আপডেট: ১১:০৮ এএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং সার্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়সমূহকে আওতামুক্ত রাখার দাবিতে শিক্ষকদের পর এবার কর্মবিরতিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও। দাবি মানা না হলে ৩০ জুন থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা এবং ১ জুলাই থেকে কর্মবিরতি পালন করবেন কর্মচারীরা।
শুক্রবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. আব্দুল কাদের (কাজী মনির)। এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছেন তারা।
কাজী মনির জানান, আমাদের দাবি হলো- সর্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়সমূহকে আওতামুক্ত রাখতে হবে। দাবি না মানা হলে আমরা আগামী ৩০ জুন সকাল দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করব। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা একযোগে এ কর্মবিরতি পালন করবেন।
তিনি আরও বলেন, ৩০ জুন আমাদের দাবি আদায় না হলে আমরা পরবর্তীতে জুলাই ১, ২ ও ৩ তারিখে সর্বাত্মক কর্মবিরতি পালন করব। আমরা কোনো কাজ করব না। শুধু উপাচার্য ও কোষাধ্যক্ষের সম্মানার্থে একজন বা দুজন কাজ করবেন।
এদিকে পেনশন স্কিম বাতিলের দাবিতে ১ জুলাই থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিএম আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টানা তিন দিন অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন তারা।