

শিক্ষা প্রশাসনের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে ইউএনডিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৬ এএম, ১৩ জুন,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৫:০০ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

পার্বত্য চট্টগ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
তিনি জানান, এ ছাড়াও শিক্ষা প্রশাসনের গতিশীলতা ও পরিচালন সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে এক্সেস টু ইনফরমেশনের (এটুআই) মাধ্যমে চলমান কার্যক্রমগুলো আরও বেগবান করতে কাজ করবে সংস্থাটি।
বুধবার (১২ জুন) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের মাঝে এক দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়।
এই সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত ইউএনডিপির অ্যাসিসট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সর্দার এম আসাদুজ্জামান, বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির স্ট্রাটেজিক কমিউনিকেশনস এন্ড আউটরিচ অফিসার কিরতিজাই পেহরি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য ও চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. মশিউজ্জামান প্রমুখ।