

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের স্কুল-কলেজে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৯ পিএম, ১২ জুন,
বুধবার,২০২৪ | আপডেট: ১২:৫৩ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

এইচএসসি পরীক্ষায় যেসব কেন্দ্রে স্কুল ও কলেজ একসঙ্গে রয়েছে, সেই সব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির কার্যক্রম বন্ধ থাকবে। তবে অন্য সব প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলবে।
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ জুন এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। যেসব কেন্দ্রে স্কুল ও কলেজ একসঙ্গে রয়েছে, সেসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরীক্ষার দিনগুলোয় পরীক্ষা শেষে এবং যেদিন পরীক্ষা নেই, সেদিন চলমান রাখার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শ্রেণি কার্যক্রম চলমান রাখতে গিয়ে পাবলিক পরীক্ষায় বিঘ্ন সৃষ্টি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।