বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ইবি সাদা দল এর শ্রদ্ধাঞ্জলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০২ এএম, ২২ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:২৬ পিএম, ৬ ডিসেম্বর,শনিবার,২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস-এ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর প্রতি ভিত্তিপ্রস্তর স্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ‘সাদা দল' এবং জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম।
উল্লেখ্য আধুনিক, বিজ্ঞান এবং ইসলামী শিক্ষার সমন্বয়ে সমাজ, রাষ্ট্র এবং বিশ্বের জন্য সময়োপযোগী দক্ষ মানব সম্পদ তৈরীর লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে ২২ নভেম্বর কুষ্টিয়া-ঝিনাইদহের মধ্যেবর্তী স্থানে শান্তিডাঙ্গা দুলালপুরে স্বাধীন বাংলাদেশে প্রথম সরকারী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) এ লক্ষ্যে র্যালি এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'সাদা দলে'র আহ্বায়ক প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, সদস্য সচিব প্রফেসর ড. এ এস এম শরফরাজ নেওয়াজ, প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান, প্রফেসর মোহাম্মদ সেলিম, প্রফেসর ড. মুজাহিদুর রহমান, প্রফেসর মোঃ আনোয়ারুল ওহাব, জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম এর সভাপতি আব্দুল মুঈদ বাবুল, সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম, খন্দকার আব্দুল মজিদ, সিরাজুল ইসলাম রিপু, মোঃ হেলাল উদ্দিন, মোঃ মাঈনউদ্দীন তোহা, মোঃ আরিফ হোসেন তুহিন, ইমাম হোসেন বাবু, আব্দুল্লাহ চৌধুরী, মোঃ মতিয়ার রহমান, মোঃ তোজাম, আমিরুল ইসলাম, শাহিন, বাদল, জাকির, কিবরিয়া, আব্দুল আজিজ, জনি, শিকদার, মোয়াজ্জেম, আনজুরুল ইসলাম সহ আরো অনেকে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশনায়ক জনাব তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দু'আ ও মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. মোঃ মুজাহিদুর রহমান।





