

বিশ্ববিদ্যালয়ের জন্মদিনে ইবি ছাত্রদলের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪১ এএম, ২২ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:৩৪ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া স্বাধীন বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত সর্বোচ্চ বিদ্যাপিঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের জন্মদিনের শুভেচ্ছা ও আনন্দ মিছিল করা হয়।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এর আহবায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক উল্লাস মাহমুদ, আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দীন, তরীকুল ইসলাম সৌরভ, আবু সাইদ রনি, শিপন, মামুন, জনি, পুলক ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।