

ভর্তিচ্ছুদের মাঝে ইবি ছাত্রদলের উপহারসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৩ পিএম, ৩০ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৯:২২ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছভূক্ত সমন্বিত 'এ' (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৪টি ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তিচ্ছুদের মাঝে ফুল, কলম ও পানি বিতরণ করেছে শাখা ছাত্রদল। শনিবার ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দলটির নেতাকর্মীরা এ উপহারসামগ্রী বিতরণ করেন।
এসময় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, রোকন উদ্দীন, সোলায়মান চৌধুরী, উল্লাস মাহমুদ সদস্য রাফিজ আহমেদ, মিঠুন, সৌরভ, নুর উদ্দিন, আশহাদুল, রোকন, শিপন, স্বাক্ষর, মামুন, তৌহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।