

শাবিপ্রবির শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৯ পিএম, ২০ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:১১ পিএম, ১৬ আগস্ট,শনিবার,২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে ক্যাম্পাসে থানা গেট থেকে মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে 'ডায়না চত্ত্বর" প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। এসময় ‘শাবিতে হামলা কেন; প্রশাসন জবাব চাই’ ‘আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন শ্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, রোকন উদ্দীন, আহবায়ক সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দীন, রাফসানজানি শাওন, সৌরভ, আবু সাইদ রনি, সাক্ষর সহ অন্যান্য নেতৃবৃন্দ।