

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনে ধামরাই পৌর ও আশুলিয়া থানা কমিটির অভিনন্দন মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৩ এএম, ১৭ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৯:২৫ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠন করায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস. এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলীও, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানকে শুভেচ্ছা জানিয়ে আজ শুক্রবার ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজর নেতৃত্বে ঢাকা আরিচা মহাসড়কস্থ ইসলামপুর বাসস্টান্ডে এবং আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হানিফ রানা, যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক ও সৈয়দ আরিফের নেতৃত্বে ঢাকা আরিচা মহাসড়কের গণবিশ্ববিদ্যালয়ের সামনে অভিনন্দন মিছিল করে।