

শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে ইবি ছাত্রদলের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫২ এএম, ১৬ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০২:৪৩ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা'র নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীকে মধ্যে রাতে বর্বোরোচিত শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ইবি ছাত্রদল।
গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইবি ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এর নেতৃত্বে মশাল মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, রোকন উদ্দিন, সালাউদ্দিন রানা, আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দীন, মিঠুন, সৌরভ, স্বাক্ষর, মামুন, পুলক এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্রলীগ ধর্ষক এবং শিক্ষার্থী নির্যাতনকারীদের পক্ষে অবস্থান নিয়েছে তার প্রতিবাদে ছাত্রদল ক্যাম্পাসে মশাল মিছিল করলে ছাত্রলীগ পাল্টা ছাত্রদলের উপর হামলার চেষ্টা করে।