

দোহারে বিএনপির পদযাত্রা বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০১ পিএম, ১১ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৭:৫০ পিএম, ১৬ আগস্ট,শনিবার,২০২৫

১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতে মূল্য কমানো এবং সকল রাজবন্দির মুক্তির দাবিতে দোহারে বিএনপির পদযাত্রা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোহার উপজেলা ও নারিশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ শনিবার সকালে উপজেলার নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়ার হাসির মোড় এলাকায় লিফলেট বিতরণ পদযাত্রা বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বিদ্যুত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা-মামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন বন্ধ এবং কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার জোর দাবি জানান।
দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি জীবন বেপারী ও নারিশা ইউনিয়ন বিএনপির সভাপতি ভুলু খালাসীর নেতৃত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের শামিমা রাহিম শিলা, নারিশা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবুল মোড়ল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জিকু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন কাজী, সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম, দোহার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিরাজ খালাসী, দোহার উপজেলা বিএনপি নেতা আনিস রানা, রিয়াজুল খালাসী, ফারুক তালুকদার, ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবকদল নেতা শফিকুল, যুবদল নেতা মোহাম্মদ আলী, ঢাকা জেলা ছাত্রদলের সদস্য মুয়াজ আহম্মেদ, নারিশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বাবু কাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারহান বেপারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।